বাংলায় শ্রী হনুমান আরতি (Shri Hanuman Aarti in Bengali)
আরতি কি জিয়ে হনুমান লালা কি,
দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।
যাঁ কে বল সে গিরিবর কাঁপে,
রোগ দোষ যা কে নিকট না ঝাঁকে।।
অঞ্জনির ছেলে খুব শক্তিশালী,
প্রভু সবসময় তার সন্তানদের সাহায্য করেন।
দে বীদা রঘুনাথ পাঠহাই,
লঙ্কা জারি সিয়া সুধি লায়ি।।
লঙ্কা সো কোট সমুদ্র সে খাইয়ে,
জাট পবন সুত বার না লাইয়ে।।
লঙ্কা জারি অসুর সম্ভারে,
সিয়া রামজীকে কাজ সঁভারে।।
লক্ষণ মূচরিত পারহে সকারে,
আন সঞ্জীবনী প্রান উভারে।।
পৈঠি পাতাল তোরি যমকারে,
অহিরাবণকি ভূজা উজারে।।
বাঁয়েন ভূজা অসুর দল মারে,
দাঁয়েন ভূজা সব সন্ত উবারে।।
সুরনার মুনিজন আরতি উতারে,
জয় জয় জঋ হনুমান উচারে।।
কাঞ্চন থার কপূর লো চাই,
আরতি কারাত অঞ্জনি মাই।।
জো হনুমানজীকি আরতি গাঁভে,
বাঁশি বৈকুনঠ অমর পদ পাবে।।
লঙ্কা বিদবানচে কিয়ে রঘুরাই,
তুলসীদাস স্বামী আরতি গাই।।
আরতি কি জিয়ে হনুমান লালা কি,
দুষ্ট দলন রঘুনাথ কলা কি।।
বাংলায় শ্রী হনুমান আরতি | Shri Hanuman Aarti in Bengali PDF
Also Download shre hanuman Aarti PDF in Other Languages
- Hanuman aarti in sanskrut PDF
- Hanuman aarti in gujarati PDF
- Hanuman aarti in hindi PDF
- Hanuman aarti in english PDF
- Hanuman aarti in marathi PDF
- Hanuman aarti in odia PDF
- Hanuman aarti in telugu PDF
বাংলায় শ্রী হনুমান আরতি | Shri Hanuman Aarti Lyrics In Bengali
The Significance Of Hanuman Aarti In Bengali
ভক্তদের দ্বারা সারা ভারতে মন্দিরে এবং বাড়িতে প্রতিদিন হনুমান আরতি করা হয়। এটি ভগবান হনুমানের প্রদত্ত আচার, শুভেচ্ছা এবং প্রার্থনার সমাপ্তির অনুভূতি দেয়। এটি সাধারণত পূজার শেষে করা হয়। এটি যে কোনও বিশেষ দিনে সঞ্চালিত হতে পারে তবে এটি ভারতের অনেক অংশে মঙ্গলবার একটি বিশেষ তাত্পর্য রাখে। সারা বিশ্বে ভক্তরা হনুমান জয়ন্তী বা হনুমানের জন্মদিনে আরতি করেন।
Hanuman Aarti is performed daily in temples and homes across India by devotees. It gives a sense of completion of rituals, greetings and prayers offered by Lord Hanuman. This is usually done at the end of the puja. It can be performed on any particular day but it holds a special significance on Tuesday in many parts of India. Devotees all over the world perform aarti on Hanuman Jayanti or Hanuman’s birthday.
হনুমানজীর পূজার এক অঙ্গ হল হনুমান আরতি। আসলে পূজা পদ্ধতিতে কোন রুপ ত্রুটি থাকলে তা পূরন করতেই আরতি করা হয়। বলা হয়ে থাকে আরতি যারা করেন বা আরতি যারা দর্শন করেন তাদের হনুমানজীর পরম কৃপা প্রাপ্তি হয়। আরতির প্রদীপ সংখ্যা সব সময় বিজোড় সংখ্যায় হতে হবে। অর্থাৎ প্রদীপ সংখ্যা হবে এক, তিন, পাঁচ বা সাত।
Hanuman Aarti is a part of Hanumanji’s worship. In fact, if there is any form of defect in the worship, aarti is performed to fill it. It is said that those who perform Aarti or those who see Aarti get the supreme grace of Hanumanji. The number of lamps in the Aarti should always be in odd numbers. That is, the number of lamps will be one, three, five or seven.